গতিময়তার
বুদবুদ ও ইথারকথা
১
আড়াল হয়ে যাচ্ছো প্রতিনিয়ত?
সমাধির চারপাশ _____
দূর।বহুদূর
ধর্ষন।অথবা ~
দাবানল আমন্ত্রিত
২
অস্পষ্ট হ্যাজাক্ থেকে ~ বরফের বাড়ি
আজ।পৃথিবীর উষ্ণতম দিন _______
কয়েকটা সূর্যের চেয়েও তাপনিয়ন্ত্রক
৩
ক্রমশঃ ~
গভীর হয়ে যাচ্ছ
স্পর্শহীন মৃত।অথচো _____
স্পর্শক ভ্রূণ সহবাস কেন্দ্রিক
শরীরের ভূগোল
< অথবা > নিধনের চড়ুইভাতি
৪
এই কারুকাজ ~
সুদীর্ঘ অনুশীলনের ফসল
মাটিখন্ড ভেসে যায় ______
ভাসমান উল্লাসে আপাতপতন বারংবার
প্লবতা ~
অনির্দিষ্ট অস্তিত্বের অনিয়ন্ত্রিত একক্
৫
এই মুহূর্তটুকুর ~
সংকোচ।ভয়।স্পর্শ
যাবতীয় জমাখরচ
শুকতারার ব্যাসার্ধ।সীমান্ত শেষের ১ম ফুল
প্লাজমা পরবর্তী আণবিক-পারমাণবিক||বাদ
এসবই _____
ঘুরন্ত চাকার পরছায়া ~
মেগাস্থিনিস এখনও
৬
অনেকগুলো গুঁড়োগুঁড়ো ধোঁয়া
ঠিক যেনো ঠিকানা আদল
১টা গোটা ~
ৎ।নুপুরিচিতো ইশারা ______
মধ্যান্তরে ঘটছে মাংসাশী বিবর্তন
৭
জানা নেই ~
সমাপ্তিগুলো শুরু হচ্ছে কিনা
অসমাপ্ত রেশ ______
বড়ো আকাশ নগ্ন হচ্ছে ছোটো আকাশ খেয়ে
৮
এখনো অবধি ~
জলজ্ অনুভব
অসীমতা ভেদী নীল।একটুএকটু গাঢ় নীল
শেকড়েশেকড়ে ঠোঁট ______
প্রত্নতাত্ত্বিক ভবিষ্যৎ ~ চুম্বক আনত
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
রাহুল গাঙ্গুলী