নতুন হয়েছে শব্দ
দিনরাত শব্দেরা নতুন
যে শব্দ স্তিমিত ছিল অন্ধকার গা ছের আড়ালে
যে শব্দ প্রায় ডেকে ফেলেছিল কু য়াশাঘেরা দূরাগত ভোরটিকে
কারও প্ররোচক ইশারায়
সেই শব্দগুলি ক্রমশ হারিয়ে যায় ।
আজ যারা শব্দসৃষ্টি করে
তারা তো শব্দকে শাসন করে দেখি
“দেখ, এইমাত্র এই শব্দ আমার সে বক-
আমাকে মান্য কর আহ্লাদে-শব্দসা থীরা
এই দেখ,মায়াশব্দ আমারই নির্মাণ” – বলে তারা ।
এ রকম অহংকার করে তারা
রামায়ণে করে,মহাভারতেও
আর
বারুদের শব্দ
আর
তাপস ওঝা