সাম্প্রতিক

6/recent/ticker-posts

উত্তমকুমার পুরকাইত






চুম্বন দোতারায়

যেদিন তুমি রেলিংয়ের পাশে এসে দাঁড়ালে
তারারা হাঁ করে নেমে এল দলে দলে
তারপর হাজার বছর আগের পরিচিত অন্ধকার
হাতুড়ির আঘাতে খসে খসে পড়ল 
    তোমার খাজুরাহো শরীর
তবুও কি তুমি স্বপ্ন দ্যাখো না?
ঝাউবনের শিরশির হাওয়ায় জড়াতে ইচ্ছে 
  করে না কোনও গোধূলি নদীর ? 
শুনেছি কসাইখানায় গেলে আজকাল 

  মুখ দ্যাখে ওরা - 
তুমি হিন্দু না মুসলমান ?
অথচ কেউ জানে না শরীরের চেতনায় 
লুকিয়ে থাকে রামকিংকর বেজ অথবা 
    বিসমিল্লা খান
খাবারের গন্ধ নিমেষে হারায় 
  চুম্বন দোতারায় ।


উত্তমকুমার পুরকাইত