সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিকাশ দাস



লক্ষ্মীছাড়া কবিতা



অনর্থ জেনে কবিতা  ছেড়ে দিয়েছি
অর্থের বৃষ্টিতে ভিজতে  ফিরে এসেছি
মাথার চাতাল বলতে  খোলা আকাশ
পায়ের তলায় মাটি  ক্ষুর গাঁথা উচ্ছ্বাস ।

দুহাতে পাথরে পাথর গেঁথে  ঈশ্বর পেয়েছি
দূরত্ব ধরে ধরে দ্রুত নিজেকে এগিয়ে নিয়েছি

লক্ষ্মীছাড়া দুঃখ শ্রম
কোথায় কবে কখন শেষ হবে  লাঞ্ছনার কাল  বিষ তুলে
কি ভাবে শুরুর বিধান হলে দূরের শেষ মহার্ঘ দুয়ার খুলে 
কল্পনার তীর্থে  নির্বোধ ভেঙে ভেঙে বাস্তব পাবো 

রোজ দুমুঠো ভাত কবিতার পাতায় বসে  খাবো




বিকাশ দাস