এক হাজার পঁচানব্বুই দিন পরেও ভেবেছি
একটি বিশেষ দিনে ‘তুমি ’বলবো ঠিক
ভাববাচ্যের সফল বছর কলি থেকে ফুল
আমাদের কাজকর্মের পরিকাঠামো জানা ।
লাল গোলাপের পাপড়ি
এখন হলুদ
পিয়নের কাজ হোয়াটস অ্যাপ করে দেয়
চোখের ভাষা ,করমর্দনের
উষ্ণতা যেন
প্রজন্ম থেকে প্রজন্মের ভালবাসা দিবস ।
আসলে প্রকৃত ভালবাসা রূপকথার মত
তার গায়ে চুমকি না বসালেও চলে
ভালবাসলেই নাকি দুঃখ পেতে হয়
ভুল কথা ,প্রতিদানে ভালবাসা না চাইলে—
চোখের জলের কোনো অপচয় থাকেনা।
পাপড়ি ভট্টাচার্য