সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ দাসকর্মকার



তিনটি  কবিতা 


১)

 নিমগ্ন সভ্যতা

বিজ্ঞাপনের রঙে ভাষা হারিয়ে ফেলি-

চারকোণা ছবিতে কার্তিকমাস  
তখনও অমানবিক

অপচয় হয়
    নারীকোষ

ছড়িয়ে পড়ে ত্রাহি ত্রাহি প্রার্থনা সঙ্গীত

পকেট ভর্তি দৃশ্য আর
দূষণ মুক্ত শকুন পাশা ফেলে
কাপড় খোলে লালিত্যের

গতিশক্তি হীন হয়ে
   যুধিষ্ঠির আর
   আমি
যুদ্ধখেলা ময়দানে গোদার ছবি দেখি
বাদাম ভাজা খাই
পাশে সিগারেট টানছিল স্যারন স্টোন
গাউনের বাঁ-পাশটা অনেকটাই ইচ্ছাকৃত কাটা

এদিকে
কৃষ্ণপক্ষের চৌহদ্দি পেরিয়ে
ফোল্ডারে ঢুকে যাচ্ছে নিমগ্ন সভ্যতা



২)

ঠোঁটের সাক্ষাৎকারে ভিঞ্চির হাসি



ছত্রিশ আর চতুর্দশী ফুল
জীবনের আটচালায় মৌসুমী বায়ুর
অসাড়তায়
আলতো ভাবে কাগজ তোলে-

বিজ্ঞাপনে মূখ দেখা যায়
শ্রমহীন মোনালিসাকে-
ভিঞ্চি হাসে

রুমালটা বের করি-
ঠিক কোণাটায়
     ঘাম আর
        ঠোঁটের সাক্ষাৎকার ছিলো-

খানিক আগে
না-পসন্দ শুকনো চশমায়
নথিভুক্ত করা ক্লান্তির র-ফলা ছিলো

এখন আমিও আবহ সঙ্গীতেরও পিছনে
নিশ্চিত চুঁইয়ে পড়ি
সঙ্গে আছে
     দান্তে
         মর্যাদা পুরুষোত্তম
                 আর কমলা রং...



৩)

নিশ্চিন্ত হবে জ্যোৎস্না-


অনুচ্ছেদ ভাঙছে
পশ্চিমদিকে জলের শব্দ লেগে-

প্রশ্ন আসে,
ঘুম আসে না
হয়তো কোল পেলে
নিশ্চিন্ত হবে জ্যোৎস্না-

প্রশ্ন তুলব না,
নির্ভরশীল হবো
নির্ধারিত সময় বরাবর... 

শেষের কবিতায় সহাবস্থান হবে 
আর 
সন্নিহিত কোণ অব্দি
তোমাদের সিরিয়ালের নতুন এপিসোড থাকবে...















অভিজিৎ দাসকর্মকার