নিরপেক্ষ
একজন মানুষ যখন তার বাগানে চাষ করেন, ভোলতেয়ার যেমন চাইতেন,যিনি কৃতজ্ঞ থাকেন পৃথিবীতে সঙ্গীত আছে বলে।
যিনি আনন্দের সাথে আবিষ্কার করেন একটি শব্দতত্ত্ব।
দুজন চাকুরে যারা দক্ষিণে একটি কাফেতে বসে দাবা খেলে চলেন নিঃশব্দ।
একজন মৃৎশিল্পী যিনি পূর্বাহ্ণেই কল্পনা করে নেন রঙ ও আকার।
একজন মুদ্রাকর যিনি কম্পোজিট করেন এই পৃষ্ঠা, যা হয়ত সন্তুষ্টই করবে না তাকে।
একজন নারী ও এক পুরুষ যারা কোন নির্দিষ্ট সঙ্গীতের শেষ ট্রায়োগুলি পড়েন ।
যিনি ঘুমন্ত কোন পশু আদর করেন।
যিনি তার সঙ্গে ঘটে থাকা কোন অন্যায়ের পক্ষে যুক্তি সাজান কিংবা সাজাতে চান।
পৃথিবীতে স্টিভেনসন ছিলেন বলে যিনি কৃতজ্ঞ থাকেন।
যার কাছে অন্যের কথায় যুক্তিবোধ থাকা অধিক কাম্য।