দুটি কবিতা
নিউটাউনের
মাঠে চাঁদ সাংবাদিক সম্মেলন করছিল
নিউটাউনের
মাঠে চাঁদ সাংবাদিক সম্মেলন করছিল
জ্যোৎস্না
সাজিয়ে
ঘাসের পাতায়
পাতায় ফুটেছিল রুপাফুল
মোহময়ী রাতে
রূপান্তরিত
সুখ গলিত চকলেটের গায়ে লেপ্টে যাচ্ছিল শিশিরের শরীর ছুঁয়ে ছুঁয়ে
সোনার চেন বাঁধা
বকলস্ -এ গলিয়ে রাখা ঘাড়গর্দান
সিন্ডিকেট
পেতে রাখে সামাজিক দূরত্ব বজায় রেখে
তিন ফুট
অন্তর অন্তর
তারপর
দু-চারটে বিশুদ্ধ তারা নেমে এসেছিল মাঠভ্রমণে
এখন রানীদি
তুই বল আমি কার জন্যে ঘরছাড়া হবো না !
০৮/১২/২০২২, রাত ১১ টা ৫৬
এখানে
গল্পকথার নিষিদ্ধ প্রবেশ
০৯/০১/২০২০, ২৩ শে পৌষ,১৪২৬, বিকেল ৪ টে
এখানে
গল্পকথার নিষিদ্ধ প্রবেশ
সন্দেহবিলাসী
মনে স্বপ্নভাঙা পুরান
লিখে রাখে
আদমের সাইটোপ্লাজম
কাল তোর
ঘরমুখো প্রিয়তম বর
আমাকে
রাস্তামায়া উপহার দিলে
তোর দেহে
পাকাপাকি পোতা বাঁধবার প্রতিশ্রুতি
দোতারা
সঙ্গতে রাতজাগা তোর বুকে গান লিখবো
চন্দন
বিশ্বাস
0 মন্তব্যসমূহ