সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিরূপাক্ষ পণ্ডা:কবিতা

 


 কবিতা

কথার মানুষ


 রক্তমাংসহীন এই স্মৃতিই আমার নাটমন্দির। শরীর জুড়ে রি রি করে ভোগ। রাজভোগ। মানুষের মতো মানুষ হওয়ার এই যোগ নিয়ে রাত্রির গভীরতা ছুঁয়ে গেছে অনেক নিশাচর।

 

তারপরই এসে গেল অন্যমনস্ক স্বর। নিশ্চিন্ত হল সারমেয় জীবনের প্রথা। রহস্য হারেমে ঢুকে পড়লো লোভী মীরজাফর। পেরিয়ে গেল কাল। ক্রমানুসারে সাজানো রইল ঘুমের বড়ি।

 

ওরা যারা আজও আসে তারা শুধুই দর্পণে ভাসে। তাদের নিয়ে ঝড় বৃষ্টির বিধান

খন্ডানোর হনন পর্বে সহজেই ঢুকে পড়ে উপকথা।

 

স্বাক্ষর জ্ঞানের অহঙ্কারে শরীর বেঁচে আছে। মরে ভূত হয়ে গ্যাছে কথার মানুষ।





 বিরূপাক্ষ পণ্ডা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ