ম্যাজিক আর তুমি
প্রতিটা বাধা নিষেধ পেরিয়ে টিয়া রঙা পৃথিবীর ভূগোল
শুরু।
সেখানে সবাই ব্যবসা বোনে, তুমি বোনো ম্যাজিক...
কি অনায়াসে বৃষ্টির বায়না ভাঁজ করে তুমি গোপন লোভ
বানাও।
তোমার নাম ছড়িয়ে পড়েছে গোলার্ধ থেকে গোলার্ধে...
একটা রেপিস্ট কে তুমি নদ বানিয়েছিলে, সে এখন ধুলো মাখা বালিকাদের পা ধুয়ে দেয়।
বাতাসের অভিসন্ধি ধরতে তোমার আঙ্গুলে অন্য এক
সন্ধি — যেমন করে একটা হরিণকে তুমি মাছি করে দাও আর নিজে এক মায়াবী অভয়ারণ্য।
0 মন্তব্যসমূহ