সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবশ্রী দে

 

 

 


 মিথুন



জ্যোৎস্না কাঁদলে, নদী
গোলাপী-রাতের কোনো পাখি হয়ে যায়
ফুলের স্বপ্ন মেখে
জেগে ওঠে ভিনদেশি মেঘ

চাঁদটিকে দোষারোপ করার তাগিদে
শুকনো পাতার চোখ
মেলে দিতে নেই
মহুলের বিমূর্ত সালিশি সভায়

সোহাগের ফিরোজা লগনে
সময়ের কাঁটাগুলি স্থির হতে পারে
বেশুমার আলো-মিথুনের গায়ে
কাহিনি থাকে না দহনের

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ