সাম্প্রতিক

6/recent/ticker-posts

মীরা মুখোপাধ্যায়/জুন'২০২২

 


স্বগতোক্তি  


 

মুছেছি চোখের জল,কর্ণমূলে সীসে

পাথর বেঁধেছি বুকে, হৃদয়ের ক্ষতে

কি দেব প্রলেপ বলো! কে মুছাবে জল 

আমি কি জনক নই? অবুঝ সনকা

অন্ধকার গাঢ়,মৃত ছেলেদের মুখ

আমাকেই দোষী করে কাউকে বলি না,

বলিনি আমার জন্য  কালো নদী জলে

ভাসিয়ে দিয়েছে ওরা সিঁথির সিঁদুর

 

সনকা, তোমাকে বলি আমার হৃদয় 

সম্পূর্ণ পাষাণ নয়, কিন্তু  ভেঙে গেলে

মানুষ হারিয়ে ফেলে যুদ্ধের ক্ষমতা

ক্লীব হয়ে যাবে, চূর্ণ আপন মর্যাদা 

ধুলায় লুটাবে...তাই চাঁদ সদাগর

বলি দিয়ে আত্মজন ,স্নেহ,মায়াধন

নতি না স্বীকার করে,মাথা উঁচু  রেখে

দেবতাই প্রতিপক্ষ, এ কথা জেনেও 

প্রথম ওড়ালো ধ্বজা পুরুষকারের

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ