সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমিধ গঙ্গোপাধ্যায় /জুন'২০২২



 দুটি কবিতা 

আসর



 শিশ্নগাছের পায়ে নূপুরগণনা


ছমছমে পদাবলী আদিবাস পুড়িয়ে খেয়েছে

নাবিকযোগ্য পাখি যে দ্রাঘিমা পিঠে নিয়ে
অপার মারীচ
সে ছলনে পরিপাটি অধিকারবলে মহাকাব্যিক
লবণের ক্ষয়

আসলে এ কথকতা ছদ্মনামের হ্রেষা
প্রতিভার নির্জনে কাকতালীয়ের বরাভয়...

 

পূর্বরাগ 


হেরেছো প্রদাহে,

তবে জলেহস্মিন
কোনও সনেটভবনে হও কৃষি

সুজাতাকিশোরী চালে অ-চাঁদের ভার নামিয়েছি
গদ্যবিমুখ নদে গীতশ্রী অনুপান মেলাবার জল্পনা
হবে চন্দন চর্চিত

মলাটে বাচ্য ভেঙে পড়ে

ঋষিচয়নের ধ্বনি কিঞ্জলমহিমার প্রাণ
আর দধিমুখে নেত্রশোধন
এমতো বহন ওই আনমনে বিম্বিত আশ্বাস-কথা

ইঁদারা ধীমান, জানি
অভিজাত ফলকের দামাল ধৈর্যকণা
মেনে নেবে তাই

সই তোর জলকে নামিনি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ