সাম্প্রতিক

6/recent/ticker-posts

অন্তর চক্রবর্তী

 




ভাঙা চৈত্রের লেখা



 

 জানি, এই সর্বনাশ

 জলের লিখন

 

 পৃথক করিনি, তবু

 নিজেকে সে মধুমাস

 থেকে। আকিঞ্চন—

 

কেঁপে ওঠে, দেহময়

কাঙাল ভাঁড়ার

আর

 

অনন্তে পোড়া

দুই পূর্বজন্মচোখ,

 

অনিকেত দোরে দোরে

ভাসে অনায়াস

 

অশ্রু হারানো

কিছু অশরীরী

             ঠায়, অপলক

 

 

 

টলোমলো

অন্ধকূপ

 

উপেক্ষাপাথর বুকে

ঝাঁপানোর আগে,

 

শোনো

 

তোমার সারল্যে

 ঈর্ষামেঘ

 ছুঁড়ে ছুঁড়ে

 

 তার

 

জলে ফেরা

হয়নি কখনও


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ