সাম্প্রতিক

6/recent/ticker-posts

নীলিমা দেব

 



দুটি কবিতা

জমানো জার্নি 

 

কতদিন পর দেখা

তুমি অনেকটা কমে এসেছ  

                           নীল ও নীলের জেনারেলে 

 

সুটকেসে স্লো হয়ে আসা গন্থব্যে প্যাঁচ খাচ্ছে বিগত চাঁদ ও তার ছানারা 

 

থামো 

আকাশ সরিয়ে দেখে নি নষ্ট ছায়ার ধারাবাহিক 

 

মেঘ অথবা মেঘে 

   মেরামত করা স্তন  

             না বর্ষা না বসন্ত 

 

                  

জমিনে-জমিনে ঘষাঘষি 

                                     তুমি এগোচ্ছ জুম করা লালে

                                                                  অজস্র লাল জ্যান্ত আলুভাতে 

 

মুদ্রিত সূর্যাস্তে উষ্ণ কামিজ রাত সম্ভবা 

এবং পর্যন্ত…… 

                                             

 

ঘোর 

 

 এখনো জল ভেঙে ফিমেল করিনি নীল

 

 রোশনি করা আপেল 

 আয়না খুবলে খুবলে বেড়ালের ভিতর ঢুকেই যাচ্ছে 

 

 পাশে হ্যারিকেনের শব্দ  

 একটা সম্পৃক্ত অবগাহনের ভিতর মিনিট চারেকের স্থির 

 এখানেই সূর্যের প্র্যাকটিস 

 

  চুপসে আসা বেড়াল থেকে ফোঁটা ফোঁটা পড়ছে ব্রেসিয়ার 

 

  আপেল নয়

  পজ করা হ্যারিকেনের স্টেট অফ মাইন্ড 

                    হচ্ছে না হচ্ছে করে দীর্ঘ হয়ে উঠা নীল …… 

--------------------------------------

ছবি ঋণ: গুগল


   

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ