সাম্প্রতিক

6/recent/ticker-posts

রিনা রানি দাস

 


 সু‌তোর আড়া‌লে


থই থই জ‌লের ভিতর ওষ্ঠাগত কুচু‌রি পানায়

থ‌রে থ‌রে সাজা‌নো বাগান;

সেখা‌নে, শি‌শির জ‌মে। মস‌লিন সু‌তোর আড়া‌লে

গাঢ় অন্ধকার! খু‌টে খায়...কাঠ-‌ঠোকরার রিদম।

তবু ওষ্ঠাগত প্রা‌ণে গ‌তিময় চলন্ত সিঁ‌ড়ি‌তে

এক 'পা দু'পা'‌য়ে টু‌সো গান।

'বুলবুল' ঝ‌ড়ের মতন কখনও কখনও রুদ্র রূপ

জীবন‌কে ক‌রে তছনছ। তবুও বাঁ‌চি...আলুর দম।

ঝ‌ড়-কে‌ন্দ্রে মু‌ঠো মু‌ঠো প্রাণশ‌ক্তি ভর ক‌রে; আর ---

তার চা‌রপাশে শুধু পরা‌জিত সৈ‌নি‌কের লেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ