সাম্প্রতিক

6/recent/ticker-posts

হরিৎ বন্দ্যোপাধ্যায়


দিগন্তে শুকতারা





মেঘলা দিনের দুঃখ মাথা ছাড়িয়ে
একবারে আকাশ ধরে ফেলে
আর তখনই চোখে পড়ে যায়
মায়ের রেখে যাওয়া সবুজ নদী
গতকাল সারারাত বৃষ্টি হয়েছিল
আজ সকালে সে জল সাদা রঙে অন্য ঘরে
সারাজীবন যে জল গুছিয়ে রেখেছে মা
আজও তার সমীকরণ সকলের কাছে অপঠিত

উঠোনের ধান ভারতের ম্যাপের মতো
সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে
একটু একটু করে গাছের গা থেকে সরে যাচ্ছে আলো
ভালো করে ধান পড়া যায় না
উপোসী দিনের মতো মেঘলা সকাল
হাত পা ছড়িয়ে সারা বাড়ি জুড়ে ছড়িয়ে আছে

মায়ের রেখে যাওয়া অঙ্ক
রোজ নদীর কাছে নিয়ে যাই
আমি ঘুম থেকে ওঠার আগেই নদী হেঁটে গেছে পাড়া
রোজ মাটিতে গর্ত খুঁড়ি আর বলি ----- ভুলে যাব ঘুম
কতদিন গাছের দিকে তাকাই নি
মন থেকে কোথায় হারিয়ে গেছে বন্ধুর চোখ
নদীজল চোখ তো নেবে না
চোখে ঘুম ছাড়া আর কিই বা মানাবে

সকাল মানে নদীর উৎসপথের উল্লাস
দুপুর মানে ক্ষণে ক্ষণে পাহাড় ভেঙে বাঁকে বাঁকে
বিকেল মানে আলপথ ধরে রাখালিয়া বাঁশি
সন্ধে মানে জল ছড়িয়ে চাঁদঘরে খোয়াইয়ের পাড়

মা, তোমার নদীজলের কাছে পায়ে পায়ে আসি
দেখি এখনও কত দূরে জল 
সব হাঁটা তুলে ধরলে পৌঁছে যেতাম যেকোনো দেশ
তবুও এপথ হয় নাকো শেষ
দিগন্তে তাকিয়ে দেখি শুকতারা ----- বসে আছে মা



 হরিৎ বন্দ্যোপাধ্যায়