এই সাতকেলে স্টেশনচত্বর
বুলেট ট্রেণের জন্য নয়।
উচ্ছ্বাসের আপনার জন
তুমি, দুঃখের তুমি কেউ নও।
অথচ আমাদের দাসখত
দুঃখের কাছে, সমস্যারা
ঘিরে থাকে প্রিয়জনের
মতো।
তোমার গতি ধার নেওয়া
হারিকেনের কাছে, দুর্বলতা
তোমার উপহাসে নুইয়ে
রাখে তার ব্যথিত, লজ্জিত মুখ।
ফুঁয়ে উড়িয়ে দাও ধুলোর
মতো আমার এত অজস্র দুর্ভাবনা
তবু জানি, দায়ভার বইবে
না বলেই তুমি এত দুরন্ত।
আমি দুর্দান্ত উদাসীন
তোমাকে দেখি আর ভালবাসায়
এফোঁড় ওফোঁড় হয় আমার
দিনরাত ঘুমজাগা।
নিরুপায় অপেক্ষায় থাকি,
আর তুমি এলে পালিয়ে বেড়াই
আর রোজ ভাবি তোমাকে
ঘৃণা করব, করবই।
ঊর্মিলা চক্রবর্তী