সাম্প্রতিক

6/recent/ticker-posts

জয়ন্ত চট্টোপাধ্যায়


স্বপ্নবেধ   

কোনও পথ পাহাড়ের কোলে দাঁড়ালে

তরাইয়ের ডাক শুনতে পারেন অথবা

হুডিনির জাদুতে আপনি রাজকুমার সিদ্ধার্থ

দুটি মুখ আপনাকে টানছে যশোধরা আর রাহুল।

আপনি ভুলে যাবেন জরা ব্যাধি বা মৃত্যুর কথা

এমনকী আপনার এমন যে কঠোর সাধনা

বোধিলাভ ও আপনার স্মরণে নেই।

পাথরে হোঁচট খেলে ডান পা

চোখ হবে আরও প্রখর দেখবেন শুদ্ধোধন

মায়াদেবী এবং লুম্বিনীর মহাবটতলা

অফুরান আলোর প্লাবন আর রঙের শৈশব

ভেঙে দেয় আজব টর্নেডো। 

নির্ঘাৎ শিশুটি খুব চেনা অথচ নাম খুঁজে

মগজে প্লাবন পরিচারকের মলিন মুখ

নতুন পাহাড়  আর আগ্নেয় পাথরের গল্প

নাছোড় সবুজের বেশিটাই নির্মোহ খেজুরের বন

কাঁটার বর্মে গাঁথা আশ্বিনের মেঘ ফেরার স্বপ্নে

পৌঁছান চেনা এক দরজার কাছে দেখুন

ভিতরে আপনার উপাসনাবেদি উপোসের দিন

আর ত্রিশরণে অন্য বোধিলাভ।




জয়ন্ত চট্টোপাধ্যায়