সাম্প্রতিক

6/recent/ticker-posts

দীপা চ্যাটার্জি




টুকরা


       
আয়না ভাঙা টুকরোয়
টুকরো টুকরো অনেক আমি। ।
_____

স্রোতে ভাসা দীপমালা
দামিনী কে হাসায় না
কাঁদায় না
অনুভবে শুধু মা
______

শুধু বায়োলজি বক্স চাইলাম
     দিলি
আজ বলছি হ্যাস ট্যাগ মি টু
নাম বলিনি। ।
____

উপসুটি বৃষ্টিতে ভিজে
আনন্দে ফেস বুকে বলতেই কমেন্টস "একা"!
বলিনি কিছু

আজ বলছি
তোর বাবা ছিল সঙ্গে। ।
_____

ধিঙ্গি মেয়ে লজ্জা করে না
ছেলেদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতে!
যেদিন আপনার ছেলের সঙ্গে শোবো, তখন বলবেন,
আমি তখন নবম,
সেই থেকে বৃহস্পতিবার
জ্যেঠিমা মৌন ব্রত পালন করেন। ।
____

মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি
মন্দিরের দোর গোড়ায় বাবা __
"দশ টাকা দিবি !
______

গয়না কই, গয়না কই
ঘরে ঘরে গুলতান গুলজার
মেয়ে তখন গুলজারে মগ্ন। ।
_____


মা তোমার শেখানো
সম্ভ্রম, নম্রতা, শ্রদ্ধা
সব ভুলে যাই মা গো !
ডাঙায় বড্ড কুমির আচরণ। ।
_____

লজ্জায় অভিমান চাপা পড়ে
ক্রোধ বাড়ে হিংস্র হয়ে উঠি -
নিজেকে ধ্বংস ক'রে  না ।।
_____

কাগজের নৌকা ভাসাই জলে
দরজা খুলে দেখবি
   মা দাঁড়িয়ে। ।
______

শিউলি গাছ পুঁতে ফেলি
আয়োজন সাড়া
রোজ বলি -কাল দুর্গা আসবেই বাড়িতে।



   দীপা চ্যাটার্জি