আবরণ
একদিন তেতলার
ছাদে উঠে দাঁড়াতেই
হঠাৎই একটা মেয়ে পাখি হয়ে গেল।
উদ্দাম হওয়ার স্রোতে ভেসে গেল
ক্ষীনকটি রূপসী শরীর ।
পাখি এসে ফুলের বাগানে বাসা নিল।
একদিন ফুলের বাগানে
এসে
কিছু প্রজাপতি ডানা ফেলে শুঁয়োপোকা হল।
চুপি চুপি ঢুকে গেল ফুলের ভিতর।
ফুলের অসুখ দেখে
শোকে মেঘ বৃষ্টি নামাল ।
বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে দিল
ফুলের শরীর ।তবুও শরীর তার
আগুনের শুদ্ধতা চায় ।
প্রতিটি পাপড়িতে তাই আগুন জ্বালায় ।
জ্বলে যায় পৃথিবী প্রান্তর ।
কবি শুধু টেবিলের
ওপর
পড়ে থাকা সাদা সাদা অজস্র পাতায়
ফুল ,পাখি ,প্রজাপতি নিয়ে খেলা করে
পরিচিত নামশব্দে বসে বসে
ঘোমটা পরায়।
শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়