সাম্প্রতিক

6/recent/ticker-posts

জ‍্যোতির্ময় মুখার্জি






গন্তব্য





প্রতিটি নদীখাতই আসলে মৃত
                 জল ভরে ভরে আমরা ওদের নদী বানিয়ে ফেলি

গড়িয়ে যায় ও
আমরা ভাবি, মোহনায় মিশবে বলে

কিন্তু, গন্তব্য কে কবে দেখেছে? পথ,
সে তো শুধু কিছু হেঁটে যাওয়া ভুল
এলোমেলো

ভালোবেসে বলি,
                 ‘আমাদের ছোট নদী
                  চলে বাঁকে বাঁকে’


জ‍্যোতির্ময় মুখার্জি