হোটেল আকাশ-সরোবর
সামনের রাস্তাটি
দ্বিধাহীন হেঁটে গেছে।
একাকী সরোবর
পাশে নিয়ে দূরের জানালায়।
ক্ষয়াটে
চাঁদের ভ্রমণে, তার ছায়ায়, অপেক্ষার
আনন্দতরঙ্গ
বাজে। ক্রমশ শব্দহীন চরাচরে অচেনা
মনে হয় শহর। সমুদ্রপাখির আনাগোনা শুরু হলে
মধ্যরাতের
স্রোত অন্ধকার মুছে দিয়ে
বুকের ভেতরে
এসে থামে। সেই কবেকার
স্নিগ্ধ সুর
পুরনো স্মৃতিতে, পুরনো জ্যোৎস্নামাটিতে
অসময়ের বৃষ্টি
হয়ে নামে পরম মমতায়।
সামনের রাস্তাটি
তখনও দ্বিধাহীন হেঁটে চলে
শহরতলি পেরিয়ে
ধ্যানমগ্ন অতীতের দিকে।
স্নেহাংশু বিকাশ দাস


