"মোহে রঙ দো ... "
রঙবাজ দিন বিগত কিনা সে সংশয়ে নাকি থাকো
এত সংশয়ে শান্তি কি পাও স্বস্তিও নয় বিড়ম্বিত
সেই গোলমেলে ব্রজবুলি প্রেম
খুঁটি উপড়ায় ধায় কোনখানে
যা নাকি পথ্য বিষাদে বিরহে কামনা জ্বালায় বলে প্রবচনে।
আমাদের যত কুশলী কথার মিহিন সোনালী খাঁচাতে
তার ছিঁড়ে গেছে ধারালো হয়েছে অমিল অসহ বাঁচাতে
ফিরবে কি তুমি আমিতো চেয়েছি ভেন্টিলেশানে
রাখতে
আরো একবার ছুঁয়ে দাও
শ্বাস বসন্তদিন ডাকতে
শর্মিষ্ঠা ঘোষ