২১-০২-২০১৯
(উৎসর্গ: মোমকে)
দূরত্বকে স্পর্শ করে কাছে আসব না
বরং আগলে রেখে জানাব প্রশ্রয়
দূর থেকে দেখে নেব কে কেমন থাকে
দূরত্বই সেতু হোক এই সম্পর্কের
প্রতিটি মুহূর্ত করে নিজেকে সূচনা
প্রতিটি মুহূর্তে থাকে সৃষ্টি-স্থিতি-লয়
ক্রমশ কথাও বন্ধ সাক্ষাতের ফাঁকে
ক্রমশ সাক্ষাৎ নেই আজ দু'জনের
দিনান্তে অতীত নিয়ে খেলা করি, মাখি
দিনান্তে স্মৃতিরা আসে, দু'চোখ ভাসায়
অশ্রুকে অস্ফুটে বলি-- কী বা আসে-যায়!
অথচ সকল স্মৃতি যত্ন করে রাখি
দূরত্বরা দূরত্বকে নেভাতে জানে না
কেউ তো কাছের নয়-- দূর থেকে চেনা!
গৌরব চক্রবর্তী