কবিতা
বৃষ্টি মানে ক্ষত
বর্ষাকাল কবে আসবে, এ প্রশ্নে জেগে ওঠে নিরস গদ্য, অনুপম।
কেননা বৃষ্টির কথা মনে হলেই আমার যে আটাত্তর সাল মনে পড়ে!
সেই যে একফুট দু’ফুট তিনফুট ডুবে গেল গোলপার্ক, ভেসে উঠল
মরামুখ। বৃষ্টির কথা মনে হলেই আমার যে অসমাপ্ত উপন্যাসের
ভয়াল চিত্ররূপ মনে পড়ে, এক ফুৎকারে উড়ে আসে আটাত্তর সাল।
বৃষ্টির কথা মনে এলেই সেইসব ক্ষতের দাগ ফুটে ওঠে, অনুপম।
0 মন্তব্যসমূহ