কবিতা
জানি
অথবা জানি না
জানি বললে বলতে হয় অনেক কিছু
আমি জানি না বললাম
আর তখনই সন্দেহ করল সময়।
দেখলাম মেঘ জড় হচ্ছে
পাতায় পাতায় ছেয়ে যাচ্ছে
ছায়াদের ব্যস্ত পরিক্রমা
ছেড়ে যাচ্ছে অযথাই সেই সবকিছু
যাদের আমি ছেড়ে যাব ভ্রমে ডুবে ছিলাম।
বিদ্যুৎ চমকালো
আকাশের গায়ে ফুটে উঠল শিরা
নীলচে রক্ত বিষাক্ত অভিমান
আমি অনেক বোঝালাম
ভালোবাসা ছাড়া কোনও সংঘাত হয় বলো!
ফিরে যেতে যেতে সবাই বলল
জানি না।
0 মন্তব্যসমূহ