সাম্প্রতিক

6/recent/ticker-posts

অমর্ত্য দত্ত: দুটি কবিতা


দুটি কবিতা


 

পূর্ণস্নান


 

বিরহ-জানালা আজও প‌ড়ে‌নি রোদ্দুর সুরঞ্জন

ব্যথার ছোঁয়া লে‌গে হ‌য়েছে চুরমার কাচের মন

‌সে কোন তন্বী ক‌রে‌নি এখনও পূর্ণস্নান ?

জীবনী ভে‌সে যায়...

 

‌বিথান দেহ-দিনআর‌শি গ‌লে লীন । রুক্ষ‌কেশ

পলক স্থির‌বে । কি দি‌য়ে লু‌কো‌বে দুঃখ‌কে ?

নগ্ন আয়োজন কাঁপ‌ছে থরথর । অ‌নির্বাণ

দুরূহ ব্যবধায়

 

আখর তৃষাতুর । স্বপ্ন যতদূর --- অবক্ষীণ

জনম ও নজ‌মে্র প্র‌তি‌টি ছত্রই ছন্দহীন

এখনও কত জল ভাঙ‌লে ত‌বে সুখ-স‌ন্নিধান ? 

নিগূঢ় হাহুতাশ 

 

তন্বী ও‌ঠো । বাঁচো। ইচ্ছে দি‌য়ে মো‌ছো দুঃখ-লোর

তন্বী মা‌খো মা‌খো, নয়‌নে মা‌খো মা‌খো নব্য ভোর

জানালা খু‌লে দ্যা‌খো হিরণ-পৃ‌থিবী, দৃশ্যমান

এই তো প্রতিভাস

 


 

শ্রীম‌তি


 

ফুলবা‌ড়ি গ‌ড়ে‌ছো শ্রীম‌তি ? ফুলবা‌ড়ি অ‌মেয় গহ‌নে ?

কতটা ভ্রমর হ‌বে ফু‌লে, সে কথা শুধু বনমালী জা‌নে

 

ফুলবা‌ড়ি মে‌লে‌ছো শ্রীম‌তি ? ব্যাদত্ত । আশরীর ভরা

সখীরা কটুকথা ব‌লে । তোমা‌কে হিংসে ক'‌রে ওরা

 

‌দেখ‌তে পায় না ওরা তাই, এত গূঢ় । সয‌ত্নে । কা‌ছে

গো‌পনে রে‌খে‌ছো শ্রীম‌তি ? আ‌ছে ? আছে ? কালাচাঁদ আছে ?

 

ডা‌কো, ঘ‌রের বাই‌রে ডা‌কো তা‌কে । লু‌কি‌য়ে থাক‌বে আর কত ?

সখীরা কা‌নে বিষ ঢা‌লে । দেখা দিল ? দেখা দিল না তো ?

 

এই ফুলবা‌ড়ি ‌তীর্থ শ্রীম‌তি । এই ফুলবা‌ড়ি তোমার স‌স্তিক

কত সাধ কা‌লো ভ্রম‌রের । ‌দে‌খো, আস‌বে সে এক‌দিন ঠিক

 

আর যা যা র‌টে যমুনার তী‌রে । সে কী বিদ্রুপ ক‌'রে সহচরী

শ্রীম‌তি স্নান সে‌ড়ে উঠে, স্তন ঢা‌কো । মা‌টি‌তে লু‌টো‌চ্ছে শা‌ড়ি

 

তবু ও কল‌সি ভ‌রে‌ছো ! জল দো‌লে । শ্রোণী দো‌লে । ঢেউ...

কাঁ‌খে নি‌য়ে ঘ‌রে ফি‌রে এলে । কই কলস তো ভাঙ‌লো না কেউ ?

 

যে মোহ মে‌খেছো সারা গায় । বিমগ্ন । চন্দন-হ‌রি

সখীরা গালা‌গালি দেয় । তুই কেঁ‌দে কেঁ‌দে মর মুখপু‌ড়ি

 

ফুলবা‌ড়ি ভাঙ‌বে মা‌নিনী ? ‌বো‌ঝোনি সে অনঘ প্রণয় ?

তুুমি তো রানি হ‌য়ে আছো । সে পাওয়া কি য‌থেষ্ট নয় ?

 


 


অমর্ত্য দত্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ