সাম্প্রতিক

6/recent/ticker-posts

অমিত কাশ‍্যপ

 


আনন্দহাট

 


 

ওই ভ্রমণ তোমায় ডেকে নিল

হু হু ট্রেনের মন ভেসে যাচ্ছে গ্রাম, মেঠোপথ 

কৃষির গন্ধ নিয়ে আমরা আবার সোনার বাংলা দেখব

আনন্দ হাওয়ায় জুড়ে থাকবে নবান্ন উৎসব 

 

পবিত্র কটা ভোর এখন দাওয়ায় বসে

হু হু ট্রেনের আর্তনাদ বিচলিত করে রঙিন পাখিরা

আশ্চর্য ডানা মেলে বসে থাকবে উঠোন বরাবর 

ভ্রমণ একটু একটু মনভালোর নীরবতায়

নিয়ে আসবে জ‍্যোৎস্নার ঢল একটা 

শুধু একটা শীর্ণ নদীর গায়ে আর একটা 

বাংলার ছবি খুলে আছে নিশ্চিতে নির্বাক

ভ্রমণ তোমায় ডেকে নিল পরম মগ্নতায়

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ