সাম্প্রতিক

6/recent/ticker-posts

তৌফিক জহুর

 


দায়বদ্ধ ঘুঙুর

 

 

পৃথিবীতে তুমি হেঁটে যাও পাশে আছি

উত্তরে দক্ষিণে কিংবা অন্য কোনো গ্রহে

সবখানে তুমি চিহ্ন রেখে যাও সৃজনের

একটা আকাশ পিছু পিছু হেঁটে যায়।

 

দায়বদ্ধ ঘুঙুরের শব্দে ওড়ে প্রজাপতি

ফুলে ফুলে উড়ে যায় সীমানা ডিঙিয়ে

তুমি দিও রূপ রস গন্ধের খাতাটা 

উল্টেপাল্টে জেনে নিবো জীবনের ভাষা। 

 

তোমাকে আমার তানপুরা মনে হয়

যার ঢেউ শুরু হলে রক্ষা বাঁধ ভাঙে

জীবনের স্বপ্নগুলো হয়ে যায় মৃত

খাতার পাতায় লেখা হয় পিতৃঋণ। 

 

এসো খোলা মাঠে যাই পায়রা ওড়াই

দায়বদ্ধ ঘুঙুরের শব্দে যেন বৃষ্টি নামে।

--------------------------------------

ছবি ঋণ: গুগল


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ